রাজনৈতিক মহল মনে করছে ত্রিপুরায় সিংহাসন ধরে রাখা বেশ কঠিন হবে বিজেপির। কিন্তু সে সব সন্দেহ উড়িয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করলেন, এবার রাজ্যে বিজেপি রেকর্ড আসনে জয় পাবে। মানিক বললেন, " আপনার সুনামির নাম সুনেছে। এবার সেরকমই ত্রিপুরার ভোটে বিজেপির পক্ষে ঘটতে চলেছে। কিছুতেই আমরা ২০১৮-র চেয়ে খারাপ ফল করব না। ২০১৮ নির্বাচনে ৬০টির মধ্যে আমরা জিতেছিলাম ৩৬টি-তে, শরিকরা জিতেছিল ৮ আসনে। এবার আমরা ৩৬টির বেশী আসনে জিতব।"
রাজ্যে বিজেপির চার বছর পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকা বিপ্লব দেবের দাবি, পদ্ম প্রার্থীরা এবার ত্রিপুরায় ৪৫টি আসনে জিতবে। ত্রিপুরায় দুটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ, জেপি নাড্ডা-র পাশাপাশি বেশ কয়েকজন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি-কে ত্রিপুরায় জেতাতে মাথার ঘাম পায়ে ফেলেছেন। দলীয় অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বিজেপির পক্ষে এবারের ত্রিপুরার ভোট অগ্নিপরীক্ষার মত। আরও পড়ুন-অসমের পর ৪.৩ তীব্রতায় কাঁপল সিকিম, দেশবাসীর জন্যে অশনিসংকেত!
আগামী বৃহস্পতিবার এক দফায় ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। বিজেপি ৫৫টি আসনে লড়ছে, বাকি ৫টি আসনে লড়বে তাদের শরিক দল। বাম, কংগ্রেস সেখানে জোট করে ভোটে লড়ছে। সিপিএম সহ বামেরা ৪৬ আসনে ও কংগ্রেস ১৩টি-তে প্রার্থী দিয়েছে। নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে তিপরা মোথা পার্টি। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবার ২৮টি আসনে প্রার্থী দিয়েছে। দেব সহ টলিউডের সেলেবদের এবার ত্রিপুরায় প্রচারের কাজে লাগাচ্ছে তৃণমূল।