নয়াদিল্লিঃ গ্রামে(Village) বিয়ে মানেই নাকি মদের(Alcohol) ফোয়ারা। আর তা আটকাতে এ বার নয়া উদ্যোগ পঞ্জাবের(Punjab) ভাটিন্ডা জেলার(Bathinda District) বাল্লো গ্রামে(Ballo Village)। গ্রামের সংস্কার বজায় রাখতে এবং বিয়েতে অযথা টাকাপয়সা খরচ থেকে দূরে থাকতে এই অভিনব উদ্যোগ নিয়েছে বাল্লো গ্রাম পঞ্চায়েত। কী সেই উদ্যোগ? গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে বিয়েবাড়িতে ডিজে এবং মদ্যপানের ব্যবস্থা না থাকলেই সেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে ২১ হাজার টাকা।
বিয়ে করলেই মিলবে নগদ ২১ হাজার
গ্রামের শালীনতা বজায় রাখতে উদ্যোগী হয়েছেন পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউর। তিনি বলেন, "বিয়েকে ঘিরে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। বিয়ে মানেই গানবাজনা, মধ্যপান ইত্যাদি শুরু হয়েছে। এতে গ্রামে অশান্তি এবং অশালীন পরিস্থিতি তৈরি হচ্ছে। গ্রামের অন্যান্য মানুষেরা এতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। গ্রামের পরিবেশ রক্ষা করতে এবং সাধারণ মানুষের খরচ বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" শুধু তাই নয়, গ্রামের জুবক-যুবতীদের খেলাধূলো এবং শরীরচর্চার সঙ্গে যুক্ত রাখতে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন অমরজিৎ। এ ছাড়া গ্রামে বায়োগ্যাসের প্ল্যান্ট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকরা যাতে বিনামূল্যে বীজ পায় সেদিকেও নজর দিচ্ছেন পঞ্চায়েত প্রধান, এমনটাই জানিয়েছেন তিনি।
বিয়ে করলেই মিলবে ২১ হাজার টাকা, শুধু মানতে হবে এই শর্ত
This Punjab Village To Give Rs 21,000 Reward For No Alcohol, DJ At Weddings https://t.co/djeTeHoqjW pic.twitter.com/cUNMWyH32t
— NDTV (@ndtv) January 7, 2025