নতুন দিল্লি, ৩০ মার্চ: করোনাভাইরাসের কামড়ে বিধ্বস্ত বিশ্ব। ভারতের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ২১ দিনের লকডাউন শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা গুজব রটেছে মারণ ভাইরাস রুখতে ২১ দিনের লকডাউন যথেষ্ট নয়। তাই সময়সীমা ফের বাড়বে। এই কথা মানতে নারাজ ক্যাবিনেট সেক্রেটারি (Cabinet Secretary)। তিনি বলেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যা রটছে সবই ভিত্তিহীন। লকডাউনের সময়সীমা আর বাড়বে না। ২১ দিনের লকডাউনের অর্থ হল মারাত্মক করোনাভাইরাসের সংক্রমণ রুখে দেওয়া। একমাত্র সামাজিক দূরত্ব বাড়ালেই এই রোগকে দূরে রাখা যাবে।
এখনও পর্যন্ত গোটা দেশে এই বাইরাস ৩০ জনের প্রাণ কেড়েছে। আক্রান্তের সংখ্যা হাজার জন অতিক্রম করেছে। এখন সংখ্যাটি ১০২৪। নভেল করোনাভাইরাসকে রুখতে লকডাউনে গোটা দেশ। গত ২০ মার্চ থেকে লকডাউন চলছে মুম্বইতে। এর জেরে মুম্বই ও নভিমুম্বইয়ের সোমরস প্রেমীদের অবস্থা বেশ সঙ্গীন। কেননা মদের দোকানেও তো পড়েছে তালা। এদিকে মদ না পেয়ে অনেকেই আবার বেশ চিন্তায় পড়েছেন। কেউ কেউ অনলাইনে মদ কেনার চেষ্টা করে সাইবার অপরাধীদের পাতা ফাঁদে এই কোরনার বাজারে একেবারে সর্বস্বান্ত হলেন বলা চলে। গত ২৪ মার্চ চেম্বুরের এক দম্পতি (Chembur Couple) অনলাইনে মদের অর্ডার দিয়েছিলেন। পরে বুঝতে পারলেন প্রতারিত হয়েছেন। তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাঁদের অ্যাকাউন্ট থেকে বেহাত হয়েছে ১.৩ লক্ষ টাকা। আরও পড়ুন-Goa CM Pramod Sawant: লকডাউনের বাজারে শ্যাম্পু কিনতে বেরিয়ে আইন ভাঙছে মানুষ, বললেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
Alert : There are rumours & media reports, claiming that the Government will extend the #Lockdown21 when it expires. The Cabinet Secretary has denied these reports, and stated that they are baseless#PIBFactCheck#lockdownindia #coronaupdatesindia #IndiaFightsCorona
— PIB India 🇮🇳 #StayHome #StaySafe (@PIB_India) March 30, 2020
লকডাউনের বাজারে যাঁরা শ্যাম্পুর মতো তুচ্ছ জিনিস কিনতে আইন ভাঙে তাঁদের উপরে তিনি বিরক্ত। সাংবাদিকদের একথাই বললেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। এমনিতেই লকডাউনের বাজারে মানুষের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে সাওয়ান্ত সরকারকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। মারণ ভাইরাস করোনার কারণে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এই পরিস্থিতিতে রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্যের দাম হু হু করে বেড়েছে। পাওয়াও যাচ্ছে না, মনে করে মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে। হুমড়ি খেয়ে মুদি দোকানে ভিড় জমিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমুদ্র ঘেঁষা রাজ্যে কার্ফিউ বলবৎ হয়েছে। মানুষজনকে নিয়ন্ত্রণ করতে রাস্তায় সেনা নামানো হয়েছে।