বাসের বেহাল দশা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ইরান-ইজরায়েল যুদ্ধ (Iran-Israel War) আবহে ইরানে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফেরাতে উদ্যোগী কেন্দ্র। 'অপারেশন সিন্ধু'-এর মাধ্যমে দেশে ফেরানো হচ্ছে ইরানের ভারতীয় পড়ুয়াদের। বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমানবন্দরে ফেরানো হয় ১১০ জন পড়ুয়াকে। এই পড়ুয়াদের মধ্যে ৯০ জন জম্মু কাশ্মীরের বাসিন্দা। এদিন সকালেই দিল্লি বিমানবন্দর থেকে তাঁদের নিয়ে জম্মু কাশ্মীরের দিকে রওনা দেয় বাস। কিন্তু জম্মু কাশ্মীর সরকারের প্রদান করা সেই বাসের বেহাল দশা দেখে ক্ষোভ উগরে দিলেন একাধিক পড়ুয়া। ছেঁড়া সিট, বাসের যত্রতত্র পড়ে রয়েছে নোংরা। বাসের এই অবস্থা দেখে উরমিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির পড়ুয়া শেখ আসফা সংবাদমাধ্যমের সামনে বলেন, "আমরা খুব ক্লান্ত। এই বাসে চেপে যাওয়া রীতিমতো কষ্টকর।" শুধু আফসাই নন, বাসের বেহাল দশা নিয়ে সরব অনেক পড়ুয়াই। বাসের এই অবস্থা দেখে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের কাছে বিশেষ ব্যবস্থার আর্জি জানান পড়ুয়ারা। গোটা বিষয়টি খতিয়ে দেখে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, মুখ্যমন্ত্রী গোটা ব্যাপারটি দেখছেন। মুখ্যমন্ত্রী দফতরের তরফে আরও বলা হয়, " জম্মু-কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সঙ্গে কথা বলা হয়েছে। পড়ুয়াদের জন্য উন্নত মানের ডিলাক্স বাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।" উল্লেখ্য, ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে ‘অপারেশন সিন্ধু’ চালু করেছে কেন্দ্র। এই অভিযানে উরমিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির পড়ুয়াদের ফেরানো হয়েছে দেশে। আর্মেনিয়া ও দোহা হয়ে দিল্লিতে নিয়ে আসা হয় তাঁদের। পথে তিন ঘণ্টা দেরির পর দেশের মাটি ছোঁয় কেন্দ্রের এই বিমান।

 যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরেই বিতর্ক, বাসের বেহাল দশা দেখে ক্ষোভ উগরে দিলেন পড়ুয়ারা