স্বাভাবিক ছন্দে পুঞ্চ (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ আপাতত স্থগিত ভারত-পাক (India Pakistan Tension) সংঘর্ষ। ধীরে ধীরে শান্তি ফিরছে জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)। সেনার ভরসাতে আরও একটি শান্তির রাত কাটাল পুঞ্চ, শ্রীনগরসহ জম্মু কাশ্মীরের একাধিক এলাকা। শান্ত সীমান্তবর্তী এলাকাও। কাটছে বিভীষিকাময় রাতের স্মৃতি। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই, মঙ্গলবার থেকেই খুলে গিয়েছে জম্মু কাশ্মীরের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যদিকে মঙ্গলবার, কাশ্মীরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সীমান্তবর্তী এলাকার ঘরছাড়া মানুষদের বাড়িতে ফেরার কথা জানান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

নেই শেলিং ও বিস্ফোরণের আওয়াজ, শান্ত কাশ্মীর

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা সবাই চাই সংঘর্ষ স্থগিত থাক। যারা সীমান্তে বাস করেন, জম্মু কাশ্মীরের অবস্থা নিজের চোখে দেখেছেন তাঁরা ভারত-পাকিস্তান সংঘর্ষে সমঝোতাই চান। এটাই বজায় থাকুক।" প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গিহানা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এই জঙ্গি হানার পর থেকেই ভারত-পাক সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়ায়। পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে ভারতের 'প্রিসিশন স্ট্রাইক'এর পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অপারেশন সিঁদুরের প্রত্যুত্তরে লাগাতার সীমান্তে গোলাবর্ষণ করেছে পাক সেনা। শেলিং, ড্রোন হামলায় কার্যত অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিএ বাধ্য হন সীমান্তবর্তী এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। পাল্টা উত্তর দেয় ভারতীয় সেনা। দু'পক্ষের খণ্ডযুদ্ধে অশান্ত হয়ে ওঠে ভূস্বর্গ কাশ্মীর।

শান্তি ফিরছে ভূস্বর্গে, ভিটেতে ফিরছে ঘরছাড়া মানুষজন