CoWIN Portal Not Working (Photo Credits: Twitter)

নয়াদিল্লি, ২ মার্চ: ব্যবহার করা যাচ্ছে না কো-উইন অ্যাপ। দ্বিতীয় ধাপের করোনা প্রতিষেধক প্রয়োগের কাজ শুরু হয়েছে। এরপরই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অ্যাপটির জন্য। হাসপাতালের কর্মী-সহ অ্যাপ ব্যবহারকারী একাধিক ব্যক্তি এই সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছেন। কারওর হয়তো অ্যাপটি খুলছেই না। আবার কারওর কারওর খুললেও কোনও কাজ করার আগেই বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপটি। অ্যাপটিতে রেজিস্ট্রেশন করার সময় এভাবেই বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের শুরুতেই এভাবে ঘটল বিপত্তি। একসঙ্গে একাধিক মানুষ নাম নথিভুক্ত করার জন্য ক্র্যাশ করে গিয়েছে অ্যাপটি। স্বাস্থ্যমন্ত্রককে ইতিমধ্যেই এই বিষয়টি জানানো হয়েছে। আমজনতা এর জেরে সমস্যার মধ্যে পড়েছেন।

বারবার বন্ধ হয়ে যাচ্ছে কো-উইন অ্যাপটি-

সার্ভার ডাউন

নাম নথিভুক্তকরণে সমস্যা

২০২১-র ডিসেম্বর পর্যন্ত ফাঁকা নেই কোনও স্লট

কোনও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার স্লট নেই

ব্যবহারের অযোগ্য কো-উইন

‘কো-উইন’ অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্তকরণের সময় সচিত্র পরিচয়পত্র এবং নম্বর দিতে হবে। আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথিই শুধুমাত্র গ্রাহ্য হবে। এছাড়া নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে নাম লেখালে ওই অ্যাপে টিকাকরণ ‘নিশ্চিত’ দেখালে সেখানেই টিকাকেন্দ্রের নাম ও সময় উল্লেখ করা থাকবে।