নয়াদিল্লি, ২ মার্চ: ব্যবহার করা যাচ্ছে না কো-উইন অ্যাপ। দ্বিতীয় ধাপের করোনা প্রতিষেধক প্রয়োগের কাজ শুরু হয়েছে। এরপরই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অ্যাপটির জন্য। হাসপাতালের কর্মী-সহ অ্যাপ ব্যবহারকারী একাধিক ব্যক্তি এই সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছেন। কারওর হয়তো অ্যাপটি খুলছেই না। আবার কারওর কারওর খুললেও কোনও কাজ করার আগেই বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপটি। অ্যাপটিতে রেজিস্ট্রেশন করার সময় এভাবেই বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের শুরুতেই এভাবে ঘটল বিপত্তি। একসঙ্গে একাধিক মানুষ নাম নথিভুক্ত করার জন্য ক্র্যাশ করে গিয়েছে অ্যাপটি। স্বাস্থ্যমন্ত্রককে ইতিমধ্যেই এই বিষয়টি জানানো হয়েছে। আমজনতা এর জেরে সমস্যার মধ্যে পড়েছেন।
বারবার বন্ধ হয়ে যাচ্ছে কো-উইন অ্যাপটি-
Anyone trying to register their parents on CoWin - can’t find any recognisable hospital except Ruby. Which pin code to choose ? #Pune— Swarada Chitale (@swarada) March 2, 2021
সার্ভার ডাউন
Servers are down.. waiting from last 3 hours.
How are we supposed to get the second dose?#cowin #CowinApp #not_working_cowin
Kindly do something @GovernmentIndia @COVIDNewsByMIB @Covid19Critical pic.twitter.com/r46wuYmFAR— nachiket lakhani (@nachiii_lakhani) March 2, 2021
নাম নথিভুক্তকরণে সমস্যা
@narendramodi #PMModi greetings. You have shown path to contry during covid but now CoWin creating pains, CGHS servises are also not working,service is said tobe on same server Neither getting medicines from cghs nor getting vaxination appointment on cowin please help— S P Mamgain (@SPMamgain1) March 2, 2021
২০২১-র ডিসেম্বর পর্যন্ত ফাঁকা নেই কোনও স্লট
@MoHFW_INDIA @PMOIndia Resp sir CoWIN Portal is not working Always showing no slots even till December 2021 pic.twitter.com/ILkkafUPLk— Dr Anuj Tewatia (@dranujtewatia) March 2, 2021
কোনও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার স্লট নেই
@MoHFW_INDIA
I would like to register for both grandmother both here are 75+https://t.co/dSdpTu74Ur#CoWIN @CMOMaharashtra @PMOIndia
That web site not working properly. Even I try to schedule the appointment won't' get any success that's not good— Vikas Dilip Salve (@Vikas_Salve) March 2, 2021
ব্যবহারের অযোগ্য কো-উইন
Yeah But - First of all it asks for PASSWORD .....then we click on FORGET PASSWORD ...And then it verifies MOBILE NUMBER with OTP & OTP Never comes. So What is the Password? Second, Not receiving any OTP . Please Guide.— RJ PIHU (@rjpihu) March 2, 2021
‘কো-উইন’ অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্তকরণের সময় সচিত্র পরিচয়পত্র এবং নম্বর দিতে হবে। আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথিই শুধুমাত্র গ্রাহ্য হবে। এছাড়া নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে নাম লেখালে ওই অ্যাপে টিকাকরণ ‘নিশ্চিত’ দেখালে সেখানেই টিকাকেন্দ্রের নাম ও সময় উল্লেখ করা থাকবে।