মুম্বই, ১০ ফেব্রুয়ারি: ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রকৃত জিডিপি (GDP) বৃদ্ধি ৭.৭% অনুমান করা হয়েছে। আজ একথা জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das)। আজ শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন রিজার্ভ ব্যাঙ্কের ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি (Monetary Policy Committee) ঋণনীতি ঘোষণা করেছে।
বুধবার ঘোষিত ঋণনীতিতে স্থিতাবস্থাই বজায় রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। অপরির্তিত রাখা হয়েছে রেপো রেট ও রিভার্স রেপো রেট। রেপো রেট ৪ শতাংশে ও রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত রইল।
India is charting a different course of recovery from rest of the world. India poised to grow at fastest pace year-on-year among major economies as per projections by IMF. This recovery is supported by large scale vaccination & sustained fiscal & monetary support: RBI Governor pic.twitter.com/2aH9eWz30u
— ANI (@ANI) February 10, 2022
ঋণনীতি ঘোষণা করার পর শক্তিকান্ত দাস বলেন, "ভারত বাকি বিশ্বের থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটি ভিন্ন পথে চলছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের অনুমান অনুসারে বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে ভারত সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে চলেছে। এটি টিকাকরণ এবং টেকসই আর্থিক সহায়তা দ্বারা সম্ভব হয়েছে।"