Cinema Hall (Photo: IANS)

পাইরেসি বা সিনেমার নকল রুখতে বড় উদ্যোগ। সিনেমাটোগ্রাফ সংশোধন বিল (Amendment to the Cinematograph Bill) রাজ্যসভায় পাশ হল। এই বিলের ফলে এবার সিনেমা হলে বসে সিনেমার ভিডিয়ো বা রেকর্ডিং করলে কঠোর শাস্তি দেওয়া হবে। সিনেমা হলে রেকর্ডিং করলে তিন বছর পর্যন্ত জেল এবং আর্থিক শাস্তি হিসেবে সিনেমার প্রোডাকশন খরচের ৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে।

মানে নতুন নিয়মে শাহরুখ খানের মেগাহিট 'পাঠান' কেউ যদি সিনেমা হলে বসে রেকর্ডিং করতে গিয়ে ধরা পড়েন তাঁকে শাস্তি হবে আর্থিক জরিমানায় দিতে হবে ১১ কোটি ২৫ লক্ষ টাকার মত। যেহেতু পাঠান সিনেমাটির প্রোডাকাশন খরচ প্রায় ২২৫ কোটি টাকা। আর নয়া নিয়মে শাস্তি হিসেবে সিনেমার প্রোডাকশন খরচের ৫ শতাংশ খরচ দিতে হবে অভিযুক্তকে। আরও পড়ুন-স্বামী বিক্রান্ত সিংয়ের সঙ্গে ফুরফুরে মেজাজে মোনা

দেখুন টুইট

মূলত সিনেমা হলে বসে সিনেমার রেকর্ডিং করেই পাইরেসি হয়ে থাকে। পাইরেসির ফলে প্রযোজক সংস্থা মোটা আর্থিক লোকসানের মধ্যে পড়তে হয়। পাইরেটেড কপি দেখে অনেকেই আর সিনেমা হলে যেতে চান না।