নয়াদিল্লিঃ চোখে কাজল, গায়ে রঙিন জামা (Clothes) ছেলেকে ইচ্চেমতো মেয়েদের মতো সাজিয়েছিলেন মা। পরিয়ে ছিলেন নিজের গয়নাও। এরপরই স্বামী (Husband) এবং ছেলেকে (Son) নিয়ে জলাধারে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) মহিলা। বুধবার, জলাধার থেকে উদ্ধার হয় তিনজনের মৃতদেহ। উদ্ধার সুইসাইড নোট। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাড়মেড়ে। ওই মহিলার নাম কবিতা। তাঁর স্বামীর নাম শিবলাল মেঘওয়াল। বাড়ির পাশের এক জলাধার থেকে উদ্ধার হয় ওই তিনজনের দেহ।
খুশির মুহূর্তের পরই সব শেষ! আত্মঘাতী গোটা পরিবার
তদন্তে নেমে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। শিবলালের হাতেই লেখা সেই চিঠি বলে অনুমান পুলিশের। এই চিরকুটে বেশকিছু জনের নাম উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে কিছু বিবাদ রয়েছে। যৌথ মালিকানার জমি এবং বসতবাড়ির ভাগাভাগি নিয়ে বচসা চলছে। এই সব কারণেই শেষমেশ এই সিদ্ধান্ত বলে পুলিশের অনুমান। সুইসাইড নোটে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে। মৃত্যুর পর তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়া যেন বাড়ির সামনেই সম্পন্ন করা হয় সেই অনুরোধ করা হয় এই চিঠির মাধ্যমে। এই ঘটনার পর, কবিতার কাকা সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সরকারি সাহায্যে একটি আলাদা ঘর নির্মাণ করতে চেয়েছিলেন শিবলাল। কিন্তু তাঁর মা এবং ছোট ভাই তাতে আপত্তি জানান। অভিযুক্ত হিসেবে তাঁদের নামই উল্লেখ করা হয়েছে সুইসাইড নোটে।
Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525
ছেলেকে মেয়ে সাজিয়ে ফটোশুট, এরপরই জলাধার থেকে উদ্ধার গোটা পরিবারের মৃতদেহ
Boy Smiles As Mother Makes Him Play Dress-Up, Then Family Dies By Suicide https://t.co/t3FrA4U1uO pic.twitter.com/vy7ms8Y0UP
— NDTV (@ndtv) July 2, 2025