ব্রিটেন সফর সেরে অবশেষে মলদ্বীপে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার সকালেই মালের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। আগামীকাল মলদ্বীপ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে বিশেষ অতিথি যোগ দিলেন মোদী। মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর এই প্রথম মলদ্বীপ সফর করলেন তিনি। এই সফর দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মলদ্বীপে পৌঁছে মোদী জানিয়েছিলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা ও বোঝাপড়ার প্রয়োজন রয়েছে। মলদ্বীপ সফর সেরে আগামীকাল ভারতে ফিরবেন প্রধানমন্ত্রী।

মোদীর আগমনে সেজে উঠেছে মালে

এদিন মোদীকে স্বাগত জানাতে সেজে উঠেছে রাজধানী মালে। প্রতিরক্ষা মন্ত্রালয়ের মূল ভবনের সামনে লাগানো হয়েছে প্রধানমন্ত্রী মোদীর ছবি। যদিও এই মুইজ্জু মলদ্বীপে নির্বাচন জেতার জন্য ভারত বিরোধী প্রচার করেছিলেন। আর সেই প্রচারে ভর করে ২০২৩-এ ক্ষমতায় আসে তাঁর দল। প্রেসিডেন্ট হন মুইজ্জু। তখন থেকেই ভারত সরকার দুরত্ব বাড়ায় মলদ্বীপের থেকে। তারপর থেকে একাধিকবার মুইজ্জু মলদ্বীপ সফর করার জন্য আমন্ত্রণ করে মোদীকে। কিন্তু প্রতিবারই তা এড়িয়ে দেওয়া হচ্ছিল।

প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ

তবে এবার দুই দেশের মধ্যে বরফ অনেকটাই গলেছে। সেই কারণে চলতি বছরে মলদ্বীপের স্বাধীনতা দিবলে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সে দেশে গিয়ে অবশ্য প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন তিনি।