নয়াদিল্লিঃ উত্তপ্ত বাংলাদেশ(Bangladesh)। আর এই পরিস্থিতিতে ভারতে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা। শুধু পশ্চিমবঙ্গ(West Bengal) নয়, ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অনুপ্রবেশকারীরা। আর এতেই নড়েচড়ে বসেছে পুলিশ। দেশজুড়ে বিনা অনুমতিতে বসবাসকারী বাংলাদেশিদের(Bangladeshi) খোঁজ চালাচ্ছে পুলিশ।
মহারাষ্ট্র পুলিশের জালে ১৭ জন বাংলাদেশি
বুধবার দিনভর অভিযান চালিয়ে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড। জানা গিয়েছে, এদিন নভি মুম্বই(Mumbai), থানে ও নাসিকের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায় এটিএস এবং মহারাষ্ট্র পুলিশ। আর এই অভিযানে ধরা পড়ে ১৪ জন পুরুষ এবং ৩ জন বাংলাদেশি মহিলা। এদের মধ্যে কারও কাছেই কোনও বৈধ নথি ছিল না,পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে ভারতে থাকছিলেন তাঁরা। এ ছাড়া তল্লাশিতে ধৃতদের কাছ থেকে নকল আধার ও প্যান কার্ড উদ্ধার হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে এই ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন ১৯৪৬, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন ১৯৫০ ও পাসপোর্ট আইন ১৯৬৭-র অধীনে মামলা দায়ের করা হয়েছে।
মহারাষ্ট্র থেকে গ্রেফতার ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী
The Maharashtra ATS, with local police, has launched a campaign to trace Bangladeshi nationals residing illegally.
Raids in Thane, Navi Mumbai, Mumbai, and Nashik led to 17 arrests. Many had forged Aadhaar and PAN cards.
Via: @journofaizan#MaharashtraATS #IllegalImmigration… pic.twitter.com/VpwlfRSHKS
— Mid Day (@mid_day) December 25, 2024