দিল্লি, ৯ মে: এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দ্য কেরালা স্টোরি-র (The Kerala Story) নির্মাতারা। পশ্চিমবঙ্গে যেভাবে দ্য কেরালা স্টোরির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে, তার বিরুদ্ধেই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ নির্মাতারা। পশ্চিমবঙ্গের (West Bengal) পাশাপাশি তামিলনাড়ুর সিনেমা হলগুলিতেও দ্য কেরালা স্টোরি প্রদর্শিত হচ্ছে না। তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছেন নির্মাতারা।
সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়। বাংলার পর তামিলনাড়ুর (Tamil Nadu) সিনেমা হল অ্যাসোসিয়েশনের যুগ্ম আধিকারিক ঘোষণা করেন, সে রাজ্যেও বন্ধ কেরালা স্টোরির প্রদর্শন।
তামিলনাড়ুর কোনও সিনেমা হল দ্য কেরালা স্টোরি প্রদর্শিত হবে না। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থির দিকে নজর রেখেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিনেমা হল অ্যাসোসিয়েশনের যুগ্ম আধিকারিক শ্রীধর।