মুম্বই, ১৪ মার্চ: সবে সবে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ওই সিনেমা মুক্তির পর থেকেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর মুখ খুলেছেন কঙ্গনা রানাউত, অর্জুন রামপালরা। এবার দ্য কাশ্মীর ফাইলস নিয়ে ট্যুইট করলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ইয়ামি বলেন, একজন কাশ্মীরি পণ্ডিতকে বিয়ে করার ফলে (উরির পরিচালক আদিত্য ধর) তিনি জেনেছেন, বুঝেছেন ওই মানুষগুলি কীভাবে অত্যাচারিত হয়েছেন এক সময়। কাশ্মিরী পণ্ডিতদের উপর অত্যাচারের কাহিনী এ দেশের বেশিরভাগ মানুষ জানেন না। কাশ্মীরি পণ্ডিতরা নিজভূমে পরবাসী হওয়ার ৩২ বছর বছর তাঁদের দুর্দশা নিয়ে কোনও ছবি মুক্তি পেল। ফলে দ্য কাশ্মীর ফাইলসকে প্রত্যেকে সমর্থন করুন বলে দাবি জানান ইয়ামি গৌতম (Yami Gautam)।
Being married to a Kashmiri Pandit, I know first hand of the atrocities that this peace-loving community has gone through. But majority of the nation is still unaware. It took us 32 years and a film to get to know the truth. Please watch and support #TheKashmirFiles . https://t.co/rjHmKVmiXZ
— Yami Gautam Dhar (@yamigautam) March 14, 2022
দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পাওয়ার পর ট্যুইট করেন পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)। তিনি বলেন, দ্য কাশ্মীর ফাইলস দেখতে গিয়ে সিনেমা হলের মধ্যেই হাউহাউ করে কাঁদছেন বহু মানুষ। গোটা দেশ জুড়ে এমন ছবি চোখে পড়ছে। যে মানুষগুলো কাশ্মীর ফাইলস দেখে অঝোরে কাঁদছেন, তাঁরা চোখের জল জানিয়ে দেয়, তাঁরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে বীভিষিকাময় সময় কাটিয়েছেন।
কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের ঘটনা দেশের অনেক মানুষই জানতেন না। কাশ্মীরি পণ্ডিতদের উপর নির্যাতনের পর তাঁরা যে কারও কাঁধে মাথা রেখে, নিজের দুঃখ, দুর্দশার কথা বলবেন, তার সুযোগও কেউ পাননি বলে ট্য়ুইট করেন আদিত্য ধর। আদিত্য ধরের ওই ট্যুইটের পর দ্য কাশ্মীর ফাইলসের সসমর্থনে মুখ খোলেন অভিনেত্রী ইয়ামি গৌতম।