দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার ইন্ডিয়া জোটের (INDIA Alliance) ভার্চুয়াল বৈঠকে হল। যেখানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরজেডি নেতা তেজস্বী যাদব সহ অধিকাংশ শরিক দলের নেতারাই যোগ দিয়েছিলেন। যদিও এই বৈঠকের আগেই বেসুরো হয়েছিল আপ। ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছিলেন আপ নেতৃত্ব। ফলে এই বৈঠকে আদৌ কেজরিওয়ালের দলের কেউ ছিলেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদিও বৈঠক শেষে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির দাবি, এই বৈঠকে নাকি ২৪টি দলেরই প্রতিনিধি ছিল।
পাল্টা সমালোচনা বিজেপির
এদিকে আবার এই বৈঠক নিয়ে পাল্টা সমালোচনা শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বাংলার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই জোট তৈরি হয়েছিল। তবে নির্বাচনে পরাজয়ের পরেই নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আসনে বসার পরেই এই জোট ভেঙে যায়। এই জোটের কোনও অস্তিত্বই এখন নেই। তাই দিল্লি, হরিয়ানায় একে অপরের বিরুদ্ধে লড়ে পরাজিত হয়েছে। প্রতিটি রাজ্যে একে অপরের বিরুদ্ধে লড়ছে। এদের কোনও নীতি আদর্শ নেই। কিছু পরিবারকেন্দ্রিক দল নিজেদের পরিবার বাঁচানোর জন্য এই জোট তৈরি করেছিল”।
দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য
#WATCH | Kolkata | On AAP distancing itself from the INDIA Alliance, West Bengal Leader of Opposition and BJP leader Suvendu Adhikari says, "The INDI alliance was finished in 2024. After they lost in the Lok Sabha elections and PM Modi became the Prime Minister for the third… pic.twitter.com/4gEJ0bCReI
— ANI (@ANI) July 19, 2025
বাদল অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠক
প্রসঙ্গত, আগামী সোমবার থেকে লোকসভায় বাদল অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশন শুরুর আগে কোন কৌশলে সরকারকে কোনঠাসা করা যায়, এই নিয়েই ইন্ডিয়া জোটের এই বৈঠক। এখানে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা থেকে শুরু করে পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। খুব শীঘ্রই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা মুখোমুখি বৈঠকে বসতে পারেন বলে জানা যাচ্ছে।