New Income Tax E-Filing Portal: আয়কর দাতাদের জন্য আজই নতুন ই-ফাইলিং পোর্টাল, থাকছে এই সুবিধাগুলো
আয়কর ফাইলিং (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৭ জুন: আয়কর দপ্তর আজ নতুন ই-ফাইলিং পোর্টাল চালু করতে চলেছে৷ এই নতুন পোর্টাল  www.incometax.gov.in আয়কর দাতাদের সুবিধার্থে বেশকিছু অ্যাডভান্সড ফিচার নিয়ে এসেছে৷ এই তুন পোর্টালের মূল লক্ষ্যই হল যত তাড়াতাড়ি সম্ভব আয়কর ফেরত দেওয়া৷ অর্থাৎ আয়কর রিটার্নের প্রক্রিয়াকে দ্রুততর করার কাজে বিশেষ জোর দেবে এই নতুন  www.incometax.gov.in পোর্টাল৷ এখান থেকে বিনামূল্যে মিলবে আয়কর রিটার্ন প্রক্রিয়ার সফটওয়্যার৷ আয়করের চলতি মাসের কিস্তি জমা পড়ার পর আগামী ১৮ জুন নতুন আয়কর পরিশোধের পোর্টাল চালু হবে৷ মূলত আয়কর দাতাদের হয়রানি রুখতেই এই নতুন পোর্টাল আসছে৷ এ বিষয়ে মূল উদ্যোক্তা হল সেন্ট্রাল ব্যুরো অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)৷  আরও পড়ুন-Pahlaj Nihalani To Sue The Eatery: মৃত্যুর মুখ থেকে ফিরে ক্ষোভে ফুঁসছেন পহলাজ নিহালনি, কেন জানেন?

কী কী আছে এই ই-ফাইলিং পোর্টালে:

  • করদাতাদের সমস্ত রকম প্রশ্নের যথাযথ উত্তর তৎক্ষণাৎ দিতে আসছে নতুন কলসেন্টার৷ যেখানে বিশদ বিবরণের পাশাপাশি থাকবে ইউজার ম্যানুয়াল, চ্যাটবোর্ড, লাইভ এজেন্টেস এবং ভিডিও৷
  • এবার একটি ড্যাশবোর্ডেই আপলোড, বার্তালাপ, পড়ে থাকা কাজের বিবরণ পেয়ে যাবেন করদাতা৷
  • এই পোর্টালে আয়কর রিটার্নের প্রক্রিয়া এতটাই দ্রুত গতিতে হবে যে করদাতাদের কাছে টাকা ফেরত যাবে খুব তাড়াতাড়ি৷
  • নতুন পোর্টালে আয়কর ফেরত সংক্রান্ত প্রক্রিয়ার সফটওয়্য়ার বিনামূল্যে মিলবে৷
  • নতুন পোর্টালে অনলাইন ও অফলাইন দুইভাবে পরিষেবা পাবেন করদাতারা৷
  • করদাতারা তাদের প্রোফাইল আপডেট করতে পারবেন এবং আয়ের নির্দিষ্ট বিবরণ যেমন বেতন, বাড়ির সম্পত্তি, ব্যবসা বা পেশা যা আয়কর রিটার্ন প্রি ফাইলিংয়ে কাজে লাগবে। ৩০ জন ২০২১-এর মধ্যে টিডিএস এবং এসএফটি বিবরণ পোর্টালে আপলোড করতে হবে৷ তাহলেই বিশদে জানতে পারেবন৷
  • এছাড়াও একসঙ্গে ওয়েব সাইটের মতো সংশ্লিষ্ট সুবিধাযুক্ত একটি মোবাইল অ্যাপ আনারও চেষ্টা করছে আয়কর দপ্তর৷