নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর: মহামারী করোনার কারণে এবার সংসদে (Parliament) কোনও শীতকালীন অধিবেশন হচ্ছে না। এই খবর জানালেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। করোনাকালে শীতকালীন অধিবেশন বাতিল হওয়ার প্রসঙ্গে সম্মতি জানিয়েছে সমস্ত রাজনৈতিক দল। একেবারে জানুয়ারিতে বাজেট অধিবেশন দিয়েই ফের সংসদের দরজা খুলবে। বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে সংসদে অধিবেশন হোক। এই দাবি জানিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী অধীর বাবুকে চিঠি লিখে তাঁর দাবি সুনিশ্চিত করেছেন। এদিকে অধীর রঞ্জন চৌধুরির অভিযোগ, কৃষক আন্দোলন ইস্যুকে এড়ানোর জন্যই কেন্দ্র সংসদের শীতকালীন অধিবেশনকে বাতিল করল। আরও পড়ুন-Coronavirus Cases In India: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৯ লাখের গণ্ডী
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে যোশী বলেছেন, “সাম্প্রতিক কালে দিল্লিতে করোনার প্রকোপ ভয়াবহ আকার নিয়েছে। শীতের কয়েকটি মাসে মহামারীকে নিয়্ন্ত্রণে রাখা বেশ কঠিন।”