আপ সাংসদ সঞ্জীব আরোরা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ফের সাত সকালে ইডি(Enforcement Directorate) হানা। সোম সকালে আম আদমি পার্টির(Aam Aadmi Party) রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার(Sanjeev Arora) বাড়িতে ইডি। চলছে তল্লাশি।বেআইনি আর্থিক তছরুপের অভিযোগেই পঞ্জাবের লুধিয়ানায় আপ নেতার বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। জানা গিয়েছে,পেশায় ব্যবসায়ী আপ নেতা। তাঁর নামে জমি জবরদখলের অভিযোগ রয়েছে। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন দলের নেতাকর্মীরা। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এক্স হ্যান্ডেলে টুইট করেন "আজ আবার মোদীজি ফের তাঁর তোতা-ময়নাদের কাজে লাগিয়েছেন। সকাল সকাল আপ সাংসদ সঞ্জীব আরোরার বাড়িতে ইডি হানা। বিগত ২ বছরে অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন যাননি কেউ।কোথাও কিছু পাওয়া যায়নি। কিন্তু মোদীর এজেন্সিগুলি নিষ্ঠার সঙ্গে একের পর এক ভুয়ো মামলা করে যাচ্ছে।" সব শেষে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "যতই চেষ্টা করুক না কেন আম আদমি পার্টিকে থামানো যাবে না। ভয় পাবেন না আপ নেতারা বিক্রি হন না।"

সাত সকালে আপ সাংসদের বাড়িতে ইডি হানা