১০ মে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। তাই প্রথা মেনে খুলে দেওয়া হল কেদারনাথের দরজা। সবরকম আচার অনুষ্ঠান মেনেই দ্বার খোলা হল এই মন্দিরের। গত বৃহস্পতিবার থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অগনিত দর্শনার্থী। দরজা খোলা মাত্রই হর হর মহাদেব বলে চিৎকার করেন জনসাধারণ। এদিন মন্দিরের দরজা খোলার পর প্রথম দর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী এবং তাঁর স্ত্রী গীতা ধামী।
এদিন কেদারনাথের পাশাপাশি গঙ্গোত্রী এবং যমুনেত্রীর দরজাও খুলে দেওয়া হয়। তবে বদ্রীনাথের দরজা আজ খোলা হয়নি। এই মন্দিরের দরজা খোলা হবে আগামী ১২ মে। গত এপ্রিলেই এই চারধামে দরজা খুলে গিয়েছিল। কিন্তু যেহেতু তিথি মেনে এই বিশেষ কাজটি করতে হয় তাই এপ্রিলের জায়গায় মে মাসে খোলা হচ্ছে চারধামের দরজা।
Rudraprayag, Uttarakhand: The doors of one of the twelve Jyotirlingas Shri Kedarnath Dham have been opened with full rituals and Vedic chanting with the echo of Har Har Mahadev by the devotees.
Chief Minister Pushkar Singh Dhami along with his wife Geeta Dhami were present for… pic.twitter.com/MrAiT33kqd
— ANI (@ANI) May 10, 2024
এবারে কেদারনাথ সাজাতে ব্যবহার হয়েছে কমপক্ষে ৪০ কুইন্টাল ফুল। হেলিকপ্টারে করে এই বিশাল পরিমাণের ফুল আনা হয়েছে। তারিখ প্রকাশ্যে আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী কেদারনাথ ধাম যাত্রার জন্য ভক্তদের স্বাগত জানিয়েছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অনলাইন বুকিং চালু হয়ে গিয়েছে এবং তাতে বেশ ভালোই সারা পাওয়া যাচ্ছে।