২০২২ সালে উদয়পুরের ধানমান্ডিতে একটি দর্জির দোকানে ঢুকে তার মালিক কানহাইয়া লালকে (Kanhaiya Lal) কুপিয়ে হত্যা করেছিল ২ ব্যাক্তি। এই ঘটনার জেরে রাজস্থানের বিভিন্ন এলাকায় শুরু হয়ছিল সাম্প্রদায়িক দাঙ্গা। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে গ্রেফতার করে দুই মুল অভিযুক্তকে। পরে অবশ্য আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মহম্মদ জাভেদ নামে এক অভিযুক্তের বৃহস্পতিবার জামিন মঞ্জুর করে হাইকোর্ট। প্রসঙ্গত এই জাভেদ ঘটনার কয়েকদিন আগে দোকানটির চারপাশে রেইকি করতে গিয়েছিল। জানা যাচ্ছে এদিন ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। যদিও এই ঘটনার মূল দুই অভিযুক্ত রিয়াস আনসারি ও গৌস মহম্মদ এখনও জেলবন্দি রয়েছেন বলে খবর।

প্রসঙ্গত, ২২ সালের জুন মাসে বিজেপি নেত্রী নুপুর শর্মার একটি বিতর্কিত মন্তব্যের ভিডিও শেয়ার ও সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে উস্কানীমূলক মন্তব্য করেছিলেন কানহাইয়া লাল তেলি। এই নিয়ে তাঁকে বেশকয়েকদিন ধরেই ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু সে পাত্তা দেয়নি। ঘটনার দিন সন্ধ্যায় তাঁর দোকানে কয়েকজন আসে। তাঁরা জামা বানানোর জন্য কানহাইয়াকে মাপ নিতে বলে। মাপ নেওয়ার সময়ই তাঁর গলায় ছুরি দিয়ে কোপ মারে এক ব্যক্তি। তারপর তাঁকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় দুই আততায়ী।