আপ সাংসদ স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) ওপর হেনস্থা করার অভিযোগে শুক্রবারেই দিল্লি পুলিশের একটি টিম পৌঁছেছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ (Arvind Kejriwal) কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভাব কুমারের (Bibhav Kumar) বাসভবনে। কিন্তু জল বোর্ডে থাকা এই বাসভবনে ঢোকারই অনুমতি পেল না দিল্লি পুলিশ। বাড়ির সামনে কার্যত বেশকিছুক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকার পর অবশ্য খালি হাতেই ফিরতে হল তদন্তকারী আধিকারিকদের। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়কে বাড়ির সামনে থেকে দিল্লি পুলিশের ফিরে আসা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এদিকে সাংসদ হেনস্থা মামলায় খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিরপেক্ষভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন পুলিশকে। পাশাপাশি স্বাতী মালিওয়ালের সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে সাক্ষাৎও করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে গত বৃহস্পতিবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করার পর আাজ শুক্রবার দিল্লির তিশ হাজারি আদালতে বয়ান রেকর্ড করতে যান। যদিও এই অভিযোগে এখনও মুখ থেকে একটি শব্দ খরচ করেননি বিভাব কুমার।
#UPDATE | The Delhi Police team returned from the Delhi Jal Board residence of Bibhav Kumar after it was not allowed to enter the premises. https://t.co/XaunzGeB4l
— ANI (@ANI) May 17, 2024
প্রসঙ্গত, ভোটের আবহে কয়েকদিন আগেই আবগারি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তারপর থেকেই ভোটপ্রচারে ব্যস্ত তিনি। এরমাঝে সম্প্রতি আপ সাংসদ স্বাতী মালিওয়াল বিভাবের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলে। এমনকী মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা দেখা করতে আসেন সেই সমস্ত সাংসদদের সঙ্গেই বিভাব দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠছে। এই বিষয়ে অনেক সাংসদই স্বাতীকে সমর্থন করেছেন বলে জানা গিয়েছে।