Assam Floods: অসমে প্রাক বর্ষার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০, ক্ষয়ক্ষতির মূল্যায়ণে গুয়াহাটিতে পৌঁছল কেন্দ্রীয় দল
Assam Floods (Photo Credits: ANI)

গুয়াহাটি, ২৬ মে: ফের দু'জনের মৃত্যুর খবর মিলল। সবমিলিয়ে  প্রাক বর্ষার বন্য়ায় অসমে (Assam Floods) মৃতের সংখ্যা বেড়ে হল ৩০। রাজ্যের ১২টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাত সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল (আইএমসিটি) বন্যা-বিধ্বস্ত অসমের জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গুয়াহাটিতে পৌঁছেছে।

বন্যায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার মূল্যায়ণ করবে আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল। এজন্য এই দলটিকে দুই ভাগে বিভক্ত করা হবে। আইএমসিটি নেতা রাভিনেশ কুমার, স্বরাষ্ট্র মন্ত্রকের আর্থিক উপদেষ্টা, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) সহ একটি দল শুক্রবার এবং শনিবার কাছাড় এবং ডিমা হাসাও জেলা পরিদর্শন করবে এবং অন্য দলটি ২৭-২৮ মে দারাং, নগাঁও এবং হোজাই জেলা পরিদর্শন করবে।

ASDMA আধিকারিকদের মতে বন্যাপরিস্থিতির কিছুটা উন্নতি হওয়া সত্ত্বেও রাজ্যের ৩৪টি জেলার মধ্যে ১২টির ৯৫৬টি গ্রামে ১,১৩,১৩৯ জন শিশু-সহ  অন্তত ৫,৬১,১৪৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।