নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি-র গুরুত্বপূর্ণ সদস্য সাকিব নাচানের (Saquib Nachan) মৃত্যু। স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া এই সংগঠনের সঙ্গে আইসিসের দীর্ঘদিনের সম্পর্ক। এমনকী এদেশের অনেক যুবককেই সিমির মাধ্যমে আইসিসে নিযুক্ত করা হয়েছিল। আর সেই কাজ করাত এই সাকিবই। শনিবার তাঁর দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয়। গ্রেফতারির পর থেকেই তিহার জেলে বন্দি ছিল। সম্প্রতি সে শারীরিক অসুস্থতায় ভুগছিল। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, মস্তিস্কে রক্তক্ষরণের কারণে তা্ঁর মৃত্যু হয়েছে। শনিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মুম্বইয়ে বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল সাকিব

সাকিব ২০০২-২০০৩ সালে মুম্বইয়ের সেন্ট্রাল রেল স্টেশন, ভিলে পার্লে, এবং মুলুন্ড রেল স্টেশনে স্টেশনে বিস্ফোরণে ঘটনায় যুক্ত ছিল। ২০০৭ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ১০ বছর সাজা কাটানোর পর ২০১৭ সালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে ছাড়া পেতেই সন্ত্রাসি কার্যকলাপ ফের শুরু করে সাকিব। থানে জেলার একটি গ্রামকে ইসলামিক শাসিক অঞ্চল বলে ঘোষণা করে সে। এরপর ২০২৩-এ ফের তাঁকে গ্রেফতার করা হয়।

শেষ জীবনে তিহার জেলেই বন্দি ছিল সাকিব

জানা যাচ্ছে, এবারে গ্রেফতারির পর তাঁকে মহারাষ্ট্র থেকে দিল্লিতে নিয়ে আসা হয়ছিল। সেখানেই তিহার জেলে বন্দি ছিল সে। চলতি বছরের জুন মাসে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তাঁর মৃত্যু হলে জেল কর্তৃপক্ষের তরফে পরিবারকে খবর দেওয়া হয়।