ঝাড়খণ্ডের (Jharkhand) জঙ্গলে আইইডি বিস্ফোরণ। বিস্ফোরণে আহত ২ সিআরপিএফ জওয়ান। শুক্রবার ঘটনাটি ঘটেছে সিংভূম জেলার সারান্দা জঙ্গলে। ইতিমধ্যেই আহতদের এয়ারলিফ্ট করে রাচীর রাজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতরা সিআরপিএফের এলিট ফোর্স ২০৯ কোবরা ব্যাটেলিয়নের জওয়ান। হাসপাতাল সূত্রের খবর, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে, এই ঘটনার পরেও জঙ্গলে মাওবাদীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। দুপক্ষের মধ্যে আব্যাহত রয়েছে গুলি বিনিময়। যদিও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই।

অস্ত্র ভাণ্ডারের খোঁজে অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী

জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই সারান্দা জঙ্গলে অভিযান চালাচ্ছিল ঝাড়খণ্ড পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। ঝাড়খণ্ড পুলিশ গোপনসূত্রে খবর পেয়েছিল যে এই জঙ্গলেই অস্ত্র মজুত রেখেছে মাওবাদীরা। এবং ঘটনাস্থলে রয়েছে একাধিক নকশাল নেতা। খবর পেয়েই সময় নষ্ট না করে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ গভীর জঙ্গলে ভয়াবহ বিস্ফোরণ হয়। আর তাতেই গুরুতর আহত হন ২০৯ কোবরা ব্যাটেলিয়নের দুই জওয়ান।

জারি রয়েছে তল্লাশি অভিযান

প্রথমে তাঁদের উদ্ধার করে দীঘা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় এয়ারলিফ্ট করে নিয়ে আসা হয় রাচীতে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। এই ঘটনার পর সারান্দার পাশাপাশি কোলহানেও জারি রয়েছে তল্লাশি অভিযান। এই হামলার কড়া জবাব দেওয়ার কথা হুঁশিয়ারি দিয়েছেন পুলিশকর্তারা।