বম্বে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং (ছবিঃX)

নয়াদিল্লিঃ এবার বম্বে স্টক এক্সচেঞ্জে (The Bombay Stock Exchange) বোমা হামলার (Bomb Threat) হুমকি। ই-মেইলের(Email) মাধ্যমে দেওয়া হল হুমকি। ইমেইলে দাবি করা হয়, বম্বে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের মধ্যে আরডিএক্স বোমা রাখা রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ‘কমরেড পিনারাই বিজয়ন’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এই মেইলটি পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুম্বইয়ের রমাবাই আম্বেদকর মার্গ থানার পুলিশ। ঘটনাস্থলে হাজির হয় বম্ব স্কোয়াড। গোটা বিল্ডিংয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু শেষপর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।

বম্বে স্টক এক্সচেঞ্জে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে খবর, এদিন সাতসকালে যে মেইলটি আসে তাতে দাবি করা হয়, বিএসই বিল্ডিংয়ের ভিতরে আরডিএক্স বোমা রাখা আছে। যা দুপুর ৩ টে নাগাদ ফাটবে। খবর জানাজানি হতেই কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই গোটা বিল্ডিংয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে এই ঘটনায় মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, শুধু মুম্বই নয়, মঙ্গলবার সকালে দিল্লির বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকির খবর মিলেছে। রাজধানীর সেন্ট থমাস স্কুল, সেন্ট স্টিফেন কলেজ ছড়িয়েছে বোমাতঙ্ক। এছাড়া সোমবার রাতে মৃতসরের স্বর্ণ মন্দির একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়।

 'বিল্ডিংয়ের মধ্যে বোমা রাখা আছে' এবার বম্বে স্টক এক্সচেঞ্জে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড