নয়াদিল্লিঃ রাজধানীর বুকে চাঞ্চল্যকর ঘটনা। নতুন গাড়ি (New Car) কিনতে গিয়ে বিপদে পড়লেন তরুণী। শখের গাড়ির চাবি পেয়ে স্টিয়ারিং ঘোরাতেই উল্টে গেল গাড়ি। ভাঙল শোরুমের কাচ। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির প্রীত বিহারে অবস্থিত মাহিন্দ্রা শোরুমে। জানা গিয়েছে, এদিন পছন্দের গাড়ি বাড়ি নিয়ে আসতে গিয়েছিলেন নি পাওয়ার নামে ২৯ বছরের এক তরুণী। সব নিয়মকানুন হয়ে যাওয়ার পর হিন্দুধর্ম মতে গাড়ির পুজো করছিলেন তিনি। এরপরই আসল ঘটনা ঘটে। প্রথা মেনে গাড়ির চাকা দিয়ে লেবু পিষতে গিয়ে ভুলবশত অ্যাক্সেলারেটরে পা দিয়ে দেন তিনি। আর এতেই আশ্চর্যজনকভাবে উল্টে যায় গাড়িটি। ভেঙে টুকরো-টুকরো হয়ে যায় শোরুমের কাচ। সেই সময় গাড়ির মধ্যেই ছিলেন শোরুমের এক কর্মী। তাঁর নাম বিকাশ। যাত্রী আসনে বসেছিলেন তিনি। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কেউ সেভাবে আহত হননি। কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন গাড়িটি ও শোরুমে নীচের তলার বেশকিছুটা অংশ। অন্যদিকে গাড়ির মালকিন ও শোরুমের কর্মীকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
নতুন গাড়ির পুজো দিতে গিয়ে এ কী হল? শোরুমের কাচ ভেঙে ঢুকে গেল শখের 'থর'
Delhi Thar Accident: She wanted to Crush Lemon with Thar but Crashed out the SUV from Showroom’s First Floor - https://t.co/QmOoYtYaOD #DelhiTharAccident #Indiathisweek #DelhiNews
— India This Week (@indiathisweekk) September 10, 2025