প্রতীকী ছবি (Photo Credits: PTI)

মহারাষ্ট্রের থানেতে লিফট দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য।মৃত ব্যক্তিরা হলেন, মেহেন্দ্র চৌপল, রুপেশ কুমার দাস, হারুণ সেখ, মিথিলেশ, কারিদাস, সুনীল কুমার দাস।মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি এই ঘটনার জেরে দুঃখপ্রকাশ করেছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তিনি জানান, "মর্মান্তিক, থানেতে লিফট দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক।মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা, যাদের পরিবারের লোকেরা এখানে প্রাণ হারিয়েছেন।দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।"

৪০ তলা বিশিষ্ট একটি লিফট থানের বালকাম এলাকাতে ভেঙে পড়ে।পুলিশের পক্ষ থেকে জানা গেছে ঘটনাটি ঘটেছে ৫.৩০ থেকে ৬.৪৫ এর মধ্যে।বিল্ডিংয়ের ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল বলে জানা গেছে। পুলিশি তদন্তে জানা গেছে লিফটের ব্রেকিং কাজ না করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সময় লিফটটি নীচের দিকে নাম ছিল বলে জানা গেছে।

এখনও তদন্ত চলছে, মৃতদেহগুলিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছেে।