Suicide Attack On Indian Army Base: জম্মু ও কাশ্মীরে সেনাঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলা, শহিদ ৩ জওয়ান; নিহত ২ জঙ্গিও
File Photo (Photo Credits: IANS)

শ্রীনগর, ১১ অগাস্ট: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সেনাঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলায় (Suicide Attack) শহিদ ভারতীয় সেনার ৩ জওয়ান। আহত হয়েছেন ৫ জওয়ান। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২ জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। রাজৌরি (Rajouri) থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আর্মি কোম্পানির অপারেটিং ঘাঁটিতে (Army Company Operating Base) জঙ্গি হামলা হয়। ঘটনার পরই এলাকাটি ঘিরে রাখা হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এই ঘটনার আগে বুদগামে এক ঘণ্টার লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী তিন লস্কর জঙ্গিকে নিকেশ করে। নিহত জঙ্গিদের মধ্যে একজন রাহুল ভাট এবং আমরিন ভাট হত্যার সঙ্গে জড়িত ছিল। তার নাম লতিফ আবদুল্লা।

ANI-র টুইট:

অপারেশন শেষ হওয়ার পরে এডিজিপি কাশ্মীর জানিয়েছেন, বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হত্যা ও অন্য জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল লতিফ।