Indian Army Reports on Ceasefire (Photo Credit: X@airnewsalerts)

নয়াদিল্লিঃ বিস্ফোরণের (Blast) শব্দে কেঁপে উঠল পঞ্জাবের (Punjab) অমৃতসর (Amritsar)। মঙ্গলবার সকালে অমৃতসরের মাজিতা রোড বাইপাসের ধারে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে জঙ্গি সংগঠনের এক সদস্যের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিহত ষিদ্ধ জঙ্গি সংগঠন ‘বব্বর খালসা’র সদস্য বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ অমৃতসরের মাজিথা রোড বাইপাসের ধারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বড়সড় নাশকতার ছক ছিল বলে তদন্তকারীদের অনুমান। যদিও বোমা রাখতে গিয়েই তা ফেটে মৃত্যু হয় ওই জঙ্গির। পুলিশ জানিয়েছে, মৃত পাক গুপ্তচর সংস্থা ISI-এর মদতপুষ্ঠ ‘বব্বর খালসা’ ঘনিষ্ঠ।

দেশে ফের নাশকতার ছিক, ভেসতে গেল প্ল্যান, বিস্ফোরণে মৃত্যু জঙ্গির

খবর পেয়েই ঘটনাস্থলে ছূটে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন পঞ্জাব পুলিশের ডিআইজি সতিন্দর সিং । সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “বিস্ফোরণে জঙ্গি সংগঠনের একজনের মৃত্যু হয়েছে। নাশকতার জন্য এই এলাকায় বোমা রাখতে এসেছিল। তখনই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তার।” উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। আক্রমণ-পাল্টা আক্রমণের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পঞ্জাব সীমান্তও। পাক সেনার গুলিতে ক্ষতিগ্রস্ত হয় পঞ্জাবের সীমান্তবর্তী এলাকা।

ফের বড়সড় নাশকতার ছক, বোমা রাখতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যু ১ জঙ্গির