শ্রীনগর, ২৫ জুলাই: রবিবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) কুলগাম (kulgam) জেলার মুনাদে সেনাবাহিনীর গুলিতে নিহত ১ জঙ্গি। কোন জঙ্গিগোষ্ঠীর সদস্য তা জানা যায়নি। স্থানীয় পুলিশ অফিসার জানান,"কুলগামে ১ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তল্লাশি চলছে।" জঙ্গি বাহিনী এবং সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় ১ জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজ চলছে।

জঙ্গিদের উপস্থিতির খবর মিলতেই পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বৈঠক হয়। বৈঠকের পরই তল্লাশি অভিযানে নামে সেনাবাহিনী। ১ জঙ্গিকে এনকাউন্টার করতেই গা ঢাকা দিয়েছে বাকিরা। তাদেরই খুঁজতে তল্লাশিতে নেমেছে নিরাপত্তা বাহিনী।