কাশ্মীরে ফের জঙ্গিহানা (Photo Credit:ANI)

নয়াদিল্লিঃ ফের রক্তাক্ত উপত্যকা। কাঠুয়ায় ফিরে এল পুলওয়ামার (2019 Pulwama attack) স্মৃতি। সেন কনভয় লক্ষ্য করে জঙ্গি হামলা (Terrorist Attack)। মৃত ৫ জওয়ান (Army)। সোমবার,জম্মুর (Jammu) কাঠুয়া (Kathua)জেলার লোহাই মালহারের জৈন্দা নালার কাছে ভারতীয় সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, প্রথমে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। এরপর চলে এলোপাথাড়ি গুলি। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। শুরু হয় গুলির লড়াই। ঘটনায় আহত হন সেনাবাহিনীর ১০ জওয়ান। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সূত্রের খবর, তাঁদের মধ্যে ৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এরপরই সন্ত্রাসবাদীদের খোঁজে এলাকায় বড়সড় তল্লাশি অভিযান শুরু করে দেয় নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। গত দু’দিনে এই নিয়ে দ্বিতীয়বার হামলা চলল উপত্যকায়। সোমবার, জম্মুর কাঠুয়া জেলার মাছেদি এলাকা দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনার ৯ কোর বাহিনী। সেই সময় সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। এরপরই জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা। শনিবার কুলগামে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ২ জন জওয়ান। সেনার গুলিতে খতম হয়েছে ৪ জঙ্গি। এরপর রবিবার রাজৌরিতে সেনা ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রক্তাক্ত উপত্যকা।