Photo Credits: ANI

পুলওয়ামা: কিছুদিন ধরে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) সেনা ও নিরাপত্তা বাহিনীর উপর মাঝে মধ্যে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে জঙ্গিরা। শুক্রবার সেনা ও জঙ্গিদের লড়াইয়ে সময় সন্ত্রাসবাদী হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার ৫ জওয়ান। তবে রবিবার ৫-৬ কেজি আইইডি (IED) সমেত এক জঙ্গিকে (terrorist) গ্রেফতার করে ফের বড়সড় হামলার হাত থেকে কাশ্মীরকে রক্ষা করল পুলওয়ামা পুলিশ (Pulwama Police)।

কাশ্মীর জোনের পুলিশ সূত্রে জানা গেছে, পুলওয়ামার আরিগাম পুলওয়ামার (Arigam Pulwama) বাসিন্দা ধৃত ওই জঙ্গির নাম ইসফাক আহেমদ ওয়ানি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। খোঁজ চলছে এত বিশাল পরিমাণ বিস্ফোরক নিয়ে তার বড় কী পরিকল্পনা ছিল সেই বিষয়েও।

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার গত ২০ এপ্রিল পুঞ্চে সেনাবাহিনীর ট্রাকে হামলার নেপথ্যে থাকা জঙ্গিদের ধরতেই তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নির্দিষ্ট তথ্য়ের ভিত্তিতে রাজৌরি সেক্টরের কান্দি এলাকায় অভিযানে নামে তারা। খবর ছিল, একটি গুহার মধ্যে কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল। সেই মতো নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা সেই অঞ্চলে জঙ্গিদের ধরতে মরিয়া চেষ্টা চালান সেনা জওয়ানরা। সেই সময়ই জঙ্গিদের আইইডি বিস্ফোরণে দুই সেনাকর্মীর মৃত্যু হয়। গুরুতর ভাবে জখম হন আরও তিনজন। আহতদের দ্রুত উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়। আরও পড়ুন: Hallmarking Of Gold Bullion: জুলাই থেকে সোনার বাটে হলমার্ক আর বাধ্যতামূলক থাকছে না