২৩ মে জঙ্গি হানার আশঙ্কা। (ফাইল ছবি/Photo Credits: IANS)

২৭মে,২০১৯:‌ আবারও টার্গেট পাঠানকোট(‌Pathankot)। এবার নাশকতার ছক কষেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই(ISI)। পাঠানকোট ক্যান্টনমেন্ট (Pathankot Cantonment Station) স্টেশন এবং পাঠানকোট জংশন(PathanKot Junction) স্টেশনে বিস্ফোরণ ঘটতে পারে গোপন সূত্রে খবর পেয়েছেন গোয়েন্দারা। সেই খবরের জেরেই উচ্চ সতর্কতা (High Alert)জারি করা হয়েছে পাঠানকোটের এই দুটি রেল স্টেশনে। শনিবার থেকে চলছে কড়া নজরদারি। রেলের তরফে এই দুই স্টেশনের কর্মীদেরও সতর্ক করা হয়েছে। স্টেশন চত্বরে তাঁদের কোনও যানবাহন রাখতে নিষেধ করা হয়েছে। অনেক সময় স্টেশনের প্লাটফর্মে তাঁরা সাইকেল রাখেন। সেটিও রাখতে নিষেধ করা হয়েছে।

প্লাটফর্মে কোনও পরিত্যক্ত বস্তু পড়ে থাকলে সঙ্গে সঙ্গে রেল পুলিসকে জানাতে বলা হয়েছে।

এই দুটি স্টেশন দিয়ে যাওয়া সব ট্রেনের গিতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। এমনকী যাত্রীদের গতিবিধিও নজরে রাখছে রেলপুলিস।

২০১৬ সালে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই বায়ুসেনা ঘাঁটি থেকে মাত্র দু’‌কিলোমিটার দূরে ক্যান্টনমেন্ট স্টেশন। এবং পাক সীমান্ত থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার। ‌