দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে চরম অশান্তি ওড়িশার কটকে (Cuttack)। শনি ও রবিবার রাত দেড়টা নাগাদ হাথি পোখারির দরগাবাজার এলাকা লাউড স্পিকার বাজানোকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়। কথাজোড়ি নদীতে প্রতিমা বিসর্জন করতে গেলে এই এলাকা দিয়েই প্রতিমা নিয়ে যেতে হয়। অভিযোগ পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও একদল মানুষ তাঁদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এই ঘটনায় শোভাযাত্রা যোগ দেওয়া বেশ কয়েকজন ও পুলিশকর্মীরা আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার জন্য ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।

প্রতিমা রেখে বিক্ষোভ দেখান অসংখ্য মানুষ

পুলিশসূত্রে খবর, এলাকায় একাধিক দোকান, গাড়িতে ভাঙচুড় চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। আক্রমণকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। ছত্রভঙ্গ করা হয় উত্তেজিত জনতাদের। এদিকে বিসর্জনে অংশগ্রণকারীরা ঘটনার প্রতিবাদে এলাকায় প্রতিমা রেখে বিক্ষোভ দেখতে শুরু করে। অভিযুক্তদের গ্রেফতারি না হওয়া পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা হবে না, এই দাবি তোলা হয়। পরে অবশ্য রবিবার সকালে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে প্রতিমা বিসর্জন করিয়ে দেয়।

পুলিশি নিরাপত্তা মোতায়েন রয়েছে

রবিবার সকাল পর্যন্ত দুই পক্ষের হামলা চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এখনও পর্যন্ত থমথমে রয়েছে এই এলাকা। গোটা এলাকা এখনও পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। জারি রয়েছে ১৪৪ ধারা। এই ঘটনার জেরে সোমবার কটক শহরে ১২ ঘন্টার বনধ ঢেকেছে বিশ্ব হিন্দু পরিষদ।