Accident Representative Photo

নয়াদিল্লিঃ ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কায় মৃত্যু ১০ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৬ জন মহিলা ও চার শিশু। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে প্রায় ১২ জন। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুর এলাকার লোদবাজার রাস্তায় সারাগাঁওয়ের কাছে। জানা গিয়েছে, চৌথিয়া ছট্টির অনুষ্ঠান থেকে ট্রাকে চেপে ফিরছিলেন কয়েকজন। পথে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ১০ জনের। তাঁরা প্রত্যেকেই ছাতাউড় গ্রামের বাসিন্দা। আহত হন বহু। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক।

রায়পুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১০, আহত ১২

এই ঘটনায় রায়পুরের পুলিশ সুপার লাল উম্মেদ সিং বলেন, "রায়পুর-বালোদবাজারের রাস্তায় একটি ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ১২। একটি ছোট্ট ট্রাকে চেপে চৌথিয়া ছট্টির অনুষ্ঠান থেকে ফিরছিলেন তাঁরা। পথে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা।"

ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কা, প্রাণ হেল ৪ শিশুসহ ১০ জনের, আহত ১২ জন

উম্মদ সিংয়ের বক্তব্য, দেখুন ভিডিয়ো