নয়াদিল্লিঃ বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দরে (Airport) দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা মারল টেম্পো (Tempo)। আহত একজন। টেম্পো চালকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সেই সঙ্গে কাঠগড়ায় বেঙ্গালুরু বিমানবন্দরের ব্যবস্থাপনা। জানা গিয়েছে, এদিন বেঙ্গালুরু বিমানবন্দরে দাঁড়িয়েছিল ইন্ডিগোর একটি বিমান। আচমকাই বিমানের সামনের অংশে ধাক্কা মারে একটি টেম্পো। টেম্পোটির মাথার অংশ দুমড়ে যায়। ভেঙে যায় টেম্পোর সামনের কাচ। ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। সজোরে ধাক্কা মেরে বিমানের নীচে আটকে যায় টেম্পোটি।
বেঙ্গালুরু বিমানবন্দরে বেনজির ঘটনা
এই ঘটনায় বেঙ্গালুরু বিমানবন্দরের এক মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, "ঘটনাটি ঘটেছে গত ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে। একটি থার্ড পার্টি এজেন্সির গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার গাড়ি এসে বিমানে ধাক্কা মারে।" অন্যদিকে বিমানসংস্থা ইন্ডিগোরে দাবি, টেম্পো চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। তার জেরে এই দুর্ঘটনা ঘটে। বিমান সংস্থার তরফে আরও জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ইঞ্জিনে সমস্যা থাকায় সেটিকে মেরামতির জন্য রাখা ছিল। আর তাতেই ধাক্কা মারে টেম্পোটি।
বিমানে সজোরে ধাক্কা টেম্পোর, ভাইরাল ভিডিয়ো
Tempo Traveller Hits Parked IndiGo Plane At Bengaluru Airport, One Injuredhttps://t.co/Xqge1QpRrf pic.twitter.com/tA8yHvS62Q
— NDTV (@ndtv) April 20, 2025