নয়াদিল্লিঃ বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সন্তানকে খুনের (Murder) অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। মেয়েকে খুন করে প্রেমিকের হাত ধরে পালাল অভিযুক্ত। প্রেমের পথে বাধা হয়ে দাড়াচ্ছিল শিশুকন্যা তাই তাকে খুন বলে দাবি অভিযুক্তের।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেদাক জেলায়। পুলিশ সূত্রে খবর, গত মার্চ মাসেই প্রেমিকের হাত ধরে পালিয়েছিল ওই তরুণী। কয়েক সপ্তাহ পর বাড়িতে ফিরে আসে। কিন্তু তাকে শ্বশুরবাড়িতে ফিরে আসতে মানা করে দেন স্বামী। এরপর গত মে মাসে বাবা-মায়ের কাছে সন্তানকে রেখে আবার পালিয়ে যায় সে। তখনই তরুণীর নামে থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা-মা। এর মাঝেই নিজের একমাত্র সন্তানকে খুন করে ওই তরুণী। খুন করে দেহ পুঁতে দেওয়া হয় মাটির তলায়। এরপর তদন্তে নেমে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণীকে। সঙ্গে আটক করা হয় তার প্রেমিককে। এরপর পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে নেয় ওই তরুণী। পুলিশকে সে জানায়, প্রেমের পথে একমাত্র বাধা হয়ে দাড়াচ্ছিল মেয়ে। তাই তাকে খুন করেছে সে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
২ বছরের কন্যাকে খুন করে প্রেমিকের হাত ধরে পালাল মা
Telangana Woman Kills 2-Year-Old Daughter, Elopes With Lover: Copshttps://t.co/OC7mxmL6Zg pic.twitter.com/guTsiROewD
— NDTV (@ndtv) September 12, 2025