Telangana Road Accident (Photo Credits: X)

Telangana Road Accident: স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার এক শিশু। পথের বলি হল প্রথম শ্রেণীর ছাত্র। মায়ের সঙ্গে স্কুটারে চেপে স্কুলে যাওয়ার পথে বেঘোরে প্রাণ হারিয়েছে খুদে পড়ুয়া। লরির চাকা থেঁতলে দিয়েছে শিশুকে। তেলেঙ্গানার (Telangana) মেদচল জেলার দুন্দিগাল থানা এলাকার কাছে পল্লবী ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ঘটেছে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রাস্তার মধ্যে ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে শিশুটির দেহ। মুহূর্তের মধ্যে থমকে গিয়েছে রাস্তার সমস্ত ব্যস্ততা। ছেলের পিষে যাওয়া দেহ নিয়ে মায়ের তীব্র আর্তনাদ।

রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনা দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, মায়ের স্কুটির সামনে বসে স্কুলে যাচ্ছে প্রথম শ্রেণীর ছেলে। স্কুটির পিছনে থাকা লরিটি আচমকা গতি বাড়িয়ে এগিয়ে আসে। ধাক্কা লাগে স্কুটির সঙ্গে। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি সহ ছেলেকে নিয়ে রাস্তার মধ্যেই আছড়ে পড়েন মহিলা। তাঁদের পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে লরিটি। আর সেই সময়েই লরির চাকায় পিষে যায় একরত্তি ছেলে। মায়ের সামনেই শিশু পুত্রের এমন মর্মান্তিক দৃশ্য হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রড়েছে রক্ত।

দুর্ঘটনার জেরে স্কুলের সামনের ওই রাস্তায় ভারী যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ময়নাতদন্তের জন্যে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।