হায়দরাবাদ, ১৯ অগাস্ট: কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস-কে হারিয়ে বছরখানেক আগে প্রথমবার তেলাঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি-র সরকার তেলাঙ্গানায় ব্যাপক উন্নয়ন করছে, বলে দাবি কংগ্রেসের। আবার বিরোধীদের দাবি, তেলাঙ্গানায় কংগ্রেস সরকারের দুর্নীতি মাত্র কয়েক মাসের মধ্যেই আকাশছুঁয়েছে।
এই নিয়ে বিআরএস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর পুত্র কেটি রামা রাও বললেন, "কর্ণাটকে কংগ্রেস সরকারের MUDA দুর্নীতির থেকেও বড় কেলেঙ্কারি চলছে তেলাঙ্গানায়। তেলাঙ্গানা এখন কংগ্রেসের কাছে এটিএম-এর মত হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার কোটি টাকা তেলাঙ্গানা থেকে দিল্লিতে চলে যাচ্ছে। কর্ণাটকের টাকা এখান থেকে দিল্লি যাচ্ছে। তবে সত্যি বলতে কর্ণাটকের পরিস্থিতি নিয়ে আমার ধারনা নেই। তবে সবটা তদন্ত হওয়া উচিত।"
দেখুন খবরটি
#WATCH | Hyderabad: On Karnataka Governor granting permission to prosecute CM Siddaramaiah in the alleged MUDA scam, BRS working president KT Rama Rao says, "Bigger scams are going on in Telangana. is involved in a lot of scams...Telangana has become the ATM for the… pic.twitter.com/iws4PPcN0U
— ANI (@ANI) August 19, 2024
নিজের বোন কে কবিতা এখনও আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি। এই বিষয়ে কেটিআর বললেন, " আমার ওকে মুক্ত করার সব রকম চেষ্টা চালাচ্ছি। ১৫৫ দিন হয়ে গেল ও গ্রেফতার হয়েছে। আমরা আশা করছি ও বিচার পাবে, এবং জামিন পেয়ে মুক্তি পাবে।"