Rain In Telangana And Andhra Pradesh (Photo cREDIT: ANI/X)

হায়দরাবাদ, ২সেপ্টেম্বর: নিম্নচাপের টানা বৃষ্টিতে ভাসছে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) এবং তেলাঙ্গানা (Telangana)। গত ৩ দিনের বৃষ্টিতে দক্ষিণের (South India) এই দুই রাজ্যে পরপর ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। তেলাঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। ফলে দুই রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে জল যন্ত্রণায়। সোমবার সকালে বৃষ্টিতে খানিক বিরতি হলেও, আবহাওয়া দফতরের তরফে এখনও সতর্কতা জারি করা রয়েছে। বৃষ্টি কিছুটা কমলেও, তা আবার শুরু হতে পারে অন্ধ্র এবং তেলাঙ্গানর বেশ কিছু জায়গায়।

এক নাগাড়ে বৃষ্টির (Heavy Rain) জেরে দুই রাজ্যে যখন বহু অংশের মানুষ জলবন্দি, সেই সময় অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এবং তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্ভুদ পরিস্থিতি থেকে মানুষকে উদ্ধারে দুই রাজ্যকে সব ধরনের সাহায্য করা হবে বলে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

এক নাগাড়ে বৃষ্টির জেরে দেখুন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কী পরিস্থিতি...

 

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তেলাঙ্গানায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মাহবুবাবাদ, কোথাগুডা, সূর্যপেট-সহ বেশ কিছু এলাকা থেকে মৃত্যুর খবর আসে।

তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। গাড়ি থেকে বাড়ি, প্রায় সব ডুবতে শুরু করেছে। দেখুন...

 

বৃষ্টির জেরে রবিবারই জরুরীকালীন বৈঠক ডাকেন তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। তেলাঙ্গানার পাশাপাশি অন্ধ্রের গুন্টুর, বিজয়ওয়াড়ার পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। অন্ধ্র থেকে ১৭ হাজার মানুষকে ১০৭টি আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

দুই রাজ্যে বিপর্যয় মোকাবিলাকারী দল মোতায়েন করা হয়েছে। ২৬টি দলকে কাজে লাগানো হয়েছে মানুষের সুবিধার্থে। জানা যাচ্ছে, ১৪০টি ট্রেন বাতিল করা হয়েছে। যে হারে বৃষ্টি হয়, তা জেরেই ১৪০টি ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর।