নয়াদিল্লিঃ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পর এবার তেলেঙ্গানা(Telangana) । দৈনিক কাজের সময় বাড়ানোর অনুমতি দিল তেলঙ্গানা সরকার। এবার ৯ ঘণ্টা নয় দৈনিক সর্বোচ্চ কাজের সময় বেড়ে দাঁড়াল ১০ ঘণ্টা। অর্থনীতিকে (Economy) চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে।শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই কাজের সময় বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে।
তেলেঙ্গানায় বাড়ল দৈনিক কাজের সময়, প্রস্তাবে শিলমোহর সরকারের
তবে জানা যাচ্ছে, দৈনিক কাজের সময় বাড়লেও সাপ্তাহিক কাজের সময়সীমা রাখা হয়েছে ৪৮ ঘণ্টা। অর্থাৎ সাতদিনে ৪৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না কর্মীদের দিয়ে। আর নির্ধারিত সময়ের বেশি কোনও কর্মীকে কাজ করালে তাঁকে ওভার টাইমের মজুরি দিতে হবে। ৫ জুলাই শ্রম, কর্মসংস্থান, প্রশিক্ষণ ও কারখানা বিভাগ কর্তৃক এই নির্দেশ জারি করা হয়েছে। তেলেঙ্গনার দোকান ও প্রতিষ্ঠান আইন, ১৯৮৮ (১৯৮৮ সালের ২০ নং আইন)-এর অধীনে এই ছাড় বলে উল্লেখ নির্দেশপত্রে। উল্লেখ্য, এর আগেই এই ১০ ঘণ্টা দৈনিক কাজের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের উন্নয়ন ও শিল্প আসার জন্যই এই সিদ্ধান্ত বলে জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এবার অন্ধ্রপ্রদেশের দেখানো পথেই হাঁটল তেলেঙ্গানাও।
চাকুরিজীবীদের সুখের দিন শেষ! এই রাজ্যে দৈনিক কাজের সময় বেড়ে দাঁড়াল ১০ ঘণ্টা
#Telangana Allows 10-Hour A Day Work #Shifts For #Employees #Odishabytes #Odishabytesnews https://t.co/lABfKpgxKs
— Odisha Bytes News (@BytesOdisha) July 6, 2025