নয়াদিল্লিঃ সপ্তাহের শুরুতেই শিরোনামে একের পর এক দুর্ঘটনার (Accident) খবর। এ বার তেলেঙ্গানার(Telangana) মেহবুবনগর জেলার জাদচের্লার বোম্মিরদিপল্লী গ্রামের কাছে ৪৪ নং জাতীয় সড়কে (National Highway 44) ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের (Truck) ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস। জানা গিয়েছে, সোমবার সকালে যাত্রীদের নিয়ে ৪৪ নং জাতীয় সড়ক ধরে ছুটছিল একটি আরটিসি বাস। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে একটি ডিসিএম ট্রাক। বাস এবং ট্রাকের সংঘর্ষের ফলে সঙ্গে-সঙ্গে আগুন লেগে যায় বাসটিতে। এই ঘটনায় আহত হয়েছে ১৫ জন যাত্রী। দ্রুত ব্যবস্থা নেওয়ায় খুব বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। আহত যাত্রীদের প্রথমে জাদচের্লা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মেহবুবনগর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত, আজ সোমবার সকালেই বাস এবং ট্রাকের সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছে ৫ জন। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দের কাছে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়েতে। মহারাষ্ট্র থেকে রাজস্থানগামী একটি বাসের পিছনে ধাক্কা মারে মাল বোঝাই একটি ট্রাক। উল্টে যায় বাসটি। বাসের নীচে চাপা পড়েন যাত্রীরা।
দেখুন ভিডিয়ো
Telangana: Accident on NH 44 in Jadcherla, Mahabubnagar district involved an RTC bus colliding with a DCM truck, causing the bus to catch fire. Fifteen passengers were injured but saved due to quick action. The incident, near Bommireddipally village, resulted in the complete… pic.twitter.com/btHiAPU3iA
— IANS (@ians_india) July 15, 2024