Reactor Blast (Photo Credit: X/Screengrab)

হায়দরাবাদ, ৩০ জুন: ভয়াবহ বিস্ফোরণ তেলাঙ্গানায় (Telangana)। তেলাঙ্গানার পাশামাইলরামের সিগাচি রাসায়নিক কারখানায়  (Reactor Explosion) ভয়াবহ বিস্ফোরণ হয়। যার জেরে পরপর ১০ জনের মৃত্যুর খবর মিলছে। সেই সঙ্গে আহত আরও অনেক। সাঙ্গারেড্ডি জেলার পাঠানচেরুতে অবস্থিত এই সিগাচি রাসায়নিক কারখানা। সেখানেই সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয়। যার জেরে প্রথমে ৫ এবং পরে ১০ জনের মৃত্যুর খবর আসে পরপর। বিস্ফোরণের পর বহু পরপর ১০ জনের মৃত্যুর পাশাপাশি আরও অনেকে সেখানে ফেঁসে রয়েছেন বলে খবর মিলছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে জোর কদমে।

পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে। সেই সঙ্গে আহতদের কোনওক্রমে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছ। তবে যাঁদের পরিস্থিতি আশঙ্কাজনক, তাঁদের হায়দরাবাদের (Hyderabad) বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে খবর।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিগাচি কারখানায় ১৫-২০ জন আহত হয়েছেন প্রবল বিস্ফোরণের জেরে। পাশাপাশি যে শ্রমিকরা রাসায়নিক কারখানার ভিতরে আটকে রয়েছেন, তাঁদের পরিস্থিতি যে কী হবে, তা নিয়ে ছড়াতে শুরু করেছে আশঙ্কা।

রিপোর্টে প্রকাশ, সিগাচি কারখানার বিস্ফোরণের খবর পেতেই সেখানে দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে যায়। তবে পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে বলে খবর।

তেলাঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ...

 

জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে...