
নয়াদিল্লিঃ রিলসের (Reels) নেশায় মগ্ন বর্তমান প্রজন্ম। রিলস বানানোর চক্করে জীবন (Life) বাজি রাখতেও ভয় পায় না তাঁরা। আর এবার রিলস বানাতে গিয়ে আহত হলেন এক তরুণ। 'আত্মহত্যার (Suicide) নাটক' করতে গিয়ে গলায় ফাঁস লেগে আহত নেপালী তরুণ। বয়স ১৭। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অহল্যানগর জেলার জামখেদ এলাকার একটি হোটেলে। জানা গিয়েছে, এদিন হোটেল সংলগ্ন একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার রিলস স্যুট করছিল ওই নাবালক। সঙ্গে ছিল তার বন্ধুরা। রিলস বানানোর সময় আচমকা গলায় ফাঁস লেগে যায় তার। কোনওরকমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বন্ধুরাই। বর্তমানে ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন সেই নাবালক। শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
রিলস বানাতে গিয়ে বিপত্তি, হাসপাতালে নাবালক
অন্যদিকে এই ঘটনার পরই খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। রেকর্ড করা হয় আহত নাবালকের বন্ধুদের বয়ান। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। উল্লেখ্য, রিলস বানাতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। রিলসের নেশায় কখনও রেললাইনে শুয়ে পড়ছেন কেউ, কেউ আবার বহুতল থেকে ঝাঁপ দেওয়ার মতো ঝুঁকি নিতেও দু'বার ভাবছেন না। আর এর ফলস্বরূপ বাড়ছে দুর্ঘটনা।
রিলস বানাতে গিয়ে আত্মহত্যার নাটক, গলায় ফাঁস লেগে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই নাবালকের
Teenager Gets Injured While Shooting 'Reel' Of Fake Suicidehttps://t.co/tYlleH6bDZ pic.twitter.com/znTIYkoACg
— NDTV (@ndtv) June 11, 2025