নয়াদিল্লিঃ প্রতিদিনের মতোই অফিস টাইমে (Office Time) ব্যস্ত রাস্তা(Road)। ছুটে চলেছে যানবাহন। স্কুলে (School) যাওয়ার জন্য গাড়িতে ওঠার অপেক্ষায় ছিলেন স্কুল শিক্ষিকা(Teacher)। স্বপ্নেও হয়তো ভাবেননি সেখানেই তাঁকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাঁশওয়ারার কালিঞ্জারা বাসস্ট্যান্ডে। নিহত স্কুল শিক্ষিকার নাম লীলা। সরকারি স্কুলের সংস্কৃতের শিক্ষিকা ছিলেন তিনি। বয়স ৩৬। আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। এরপর বিগত কিছুবছর ধরে মহিপাল নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। মহিপাল পেশায় ট্যাক্সি চালক।
রাগের বশে প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক
এদিন যখন স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন লীলা তখন সেখানে এসে হাজির হয় মহিপাল। দু'জনের মধ্য কথা কাটাকাটি শুরু হতেই লীলার ফোন কেড়ে নেয় সে। এরপরই লীলার উপর আক্রমণ করে মহিপাল। প্রকাশ্যে লীলাকে কুপিয়ে হত্যা করে সে। এরপর সেখান থেকে পালায় প্রেমিক মহিপাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় লীলার। মহিপালের ট্যাক্সিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, এই যুগলের সম্পর্ক শুরু থেকেই খুব একটা সুখের ছিল না। আগেই মহিপালের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নিহত শিক্ষিকা। যদিও পরে নিজেদের মধ্য সব মিটমাট করে নেন তাঁরা।
প্রকাশ্যে প্রেমিকাকে কুপিয়ে খুন, পলাতক ট্যাক্সি চালক প্রেমিক
Banswara Horror: Rajasthan Teacher Hacked to Death With Sword by Jilted Lover at Bus Stand in Broad Daylight; CCTV Video Captures Chilling Murder As Accused Flees After Crashing Car #Banswara #Rajasthan #Murder #ViralVideo @ReporterSahab
— LatestLY (@latestly) July 2, 2025
Read: https://t.co/WCytPojboY
— LatestLY (@latestly) July 2, 2025