IAF (Photo Credit: Twitter)

দিল্লি, ১৩ ডিসেম্বর: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং (Tawang) সেক্টর এবং তার আশপাশের এলাকায় কড়া নজর রাখছে ভারতীয় বায়ুসেনা (Indian Army)। তাওয়াংয়ে ভারত, চিন সীমান্ত এলাকার উপর দিয়ে সর্বক্ষণ চক্কর কাটছে বায়ুসেনার বিমান। তাওয়াংয়ে যাতে নতুন করে আর কোনও সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখা হয়েছে বায়ুসেনার তরফে। বায়ুসেনার পাশাপাশি ভারতীয় সেনার তরফেও কড়া নজর রাখা হয়েছে তাওয়াং সেক্টরে।

এদিকে ৯ ডিসেম্বরের পর  ভারত, চিন, দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক বলে জানানো হয় পিএলএ-র (PLA) তরফে। শুধু তাইনয়, ভারতীয় সেনা বাহিনী সীমান্তে অবাঞ্ছিত প্রবেশ করে বলে দাবি করা হয় পিএলএ-র তরফে।

আরও পড়ুন: Tawang Clash: 'মোদী সরকার থাকতে ভারতের এক ইঞ্চি জমি কেউ দখল করতে পারবে না', বললেন অমিত

৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় সেনার মুখোমুখি হয় চিনের সেনা বাহিনী। যা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়ায়। তবে ৯ ডিসেম্বরের ঘটনায় কেউ গুরুতর আহত হননি কিংবা ভারতীয় বাহিনীর কোনও জওয়ানের মৃত্যুর খবর নেই বলে সংসদ বিবৃতি প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।