Tamil Nadu CM MK Stalin. (Photo Credits: IANS)

চেন্নাই, ১৭ ডিসেম্বর: “তামিল থাই ভাজথু”-কে  তামিলনাড়ুর রাজ্য সংগীত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুক্রবার এই ঘোষণার সময় তিনি বলেন, যখনই এই সংগীত বাজবে শোনা মাত্রই সবাইকে উঠে দাঁড়াতে হবে। আরও পড়ুন- Virat Kohli vs BCCI:সৌরভ বনাম বিরাট, ভারতীয় ক্রিকেটের বিতর্ক এখন আমূলের কার্টুনে, দেখুন ছবি

জানা গেছে, এবার থেকে ওই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, রাজ্যসরকারি অফিস ও রাজ্যের অধীনে থাকা বেসরকারি সংস্থায় কাজ শুরুর আগে বাজবে এই রাজ্য সংগীত “তামিল থাই ভাজথু”। তবে এক্ষেত্রে প্রতিবন্ধীদের  ছাড় দেওয়া হয়েছে। ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন আরও বলেছেন, রেকর্ডেড “তামিল থাই ভাজথু” না চালিয়ে, যাঁরা রাজ্য সংগীতটি গাইতে জানেন, তাঁরা গাইবেন। ব্যক্তিগত অনুষ্ঠানেও যদি এ গান গাওয়া হয় তাহলে তো ভালোই।