Cyber Fraud, Representational Image (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ দেশে ফের সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা। ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest)ফাঁদে পা দিয়ে ৮১.৭ লক্ষ টাকা খোয়ালেন এক মহিলা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ভেলোরে। প্রতারকরা অভিযোগকারিণীকে ফোন করে বলে যে, তাঁর নামে মানবদেহ পাচারের অভিযোগ আছে। এই বলে ভয় দেখিয়ে অভিযোগ ধামাচাপা দেওয়ার আশ্বাস দিয়ে ধাপে ধাপে ওই মহিলার থেকে ৮১.৭ লক্ষ টাকা লুট করে প্রতারকেরা। এরপরই প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। তদন্তে নেমে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাইবার প্রতারণার শিকার মহিলা, খোয়ালেন ৮১.৭ লক্ষ টাকা

অভিযুক্তদের মধ্যে একজন পোলাচির বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, তামিলনাড়ুতে গত এক মাসে ৩৫০ টি সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এই ৩৫০ টির মধ্যে বেশিরভাগ মানুষই ভুয়ো 'ডিজিটাল অ্যারেস্ট' এর ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হয়েছেন। ফোন করে ভয় দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিয়েছে প্রতারকেরা। এই ব্যাপারে রাজ্যবাসীকে বারেবারে সতর্ক করছে পুলিশ। এই ধরনের কোনও ফোন এলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ, মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাওয়া ৮১.৭ লক্ষ টাকা