২০১৯ এর লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণের ঠিক আগে কেদারনাথের গুহায় গেরুয়া বসনে ধ্যানরত অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে, এবারও ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় নির্বাচনী প্রচার পর্ব শেষ হতেই কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদী। সেখানেই আজ থেকে ১ জুন বিকাল অবধি বিবেকানন্দ রকের উপর অবস্থিত ধ্যানমণ্ডপমে ধ্যান করতে দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, এই ঐতিহাসিক স্থানেই ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ।
সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর আগমনের। ২দিনের জন্য রাজনীতি থেকে বিরতি নিয়ে এই সাধনা প্রথম নয়। লোকসভা ভোটের প্রচারের শেষে এবং ফল প্রকাশের আগে, এর আগেও প্রধানমন্ত্রীকে আধ্যাত্মিক অনুসন্ধানে যেতে দেখা গিয়েছে। ২০১৪ সালে তিনি গিয়েছিলেন শিবাজীর প্রতাপগড়ে। ২০১৯-এ কেদারনাথের এক গুহায় আর এবার তিনি ধ্যান করবেন তামিলনাড়ুর কন্যাকুমারীতে।
#WATCH | Tamil Nadu: Visuals from outside the Vivekananda Rock Memorial in Kanniyakumari where PM Modi will meditate from 30th May evening to 1st June evening.
PM Modi will meditate day and night at the same place where Swami Vivekanand did meditation, at the Dhyan Mandapam. pic.twitter.com/b7J1wZEiPF
— ANI (@ANI) May 30, 2024