Rameshbabu Praggnanandhaa (Photo Credit: ChessBase India/ X)

দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্ধার সঙ্গে সাক্ষাৎ করলেন ইসোরর প্রধান এস সোমনাথ। এদিন চেন্নাইয়তে প্রজ্ঞানন্দার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এস সোমনাথ।সঙ্গে থাকা একটি উপহারও প্রদান করেন তিনি।

ইসরোর চেয়ারম্যান জানান, "প্রত্যেক ভারতবাসীর মতনই আমরাও তাঁর এই কাজের জন্য গর্বিত।এখন সে বিশ্বের ১৫ নাম্বার দাবাড়ু। সে একদিন বিশ্বের এক নম্বর দাবাড়ু হবেন।দাবা একটি পুরনো খেলা যা প্রাচীন ভারতে শুরু হয়েছিল, আমরাই এর উৎপত্তিস্থল। এটি মন এবং বুদ্ধিমত্তার খেলা। এটি বুদ্ধিমত্তা, প্ল্যানিং এবং পরিকল্পনার খেলা।এর জন্যই ভারত এত বিখ্যাত। আমরা গর্বিত যে একটা প্রজ্ঞান চাঁদে রয়েছে। এবং সে একটি প্রজ্ঞান যে মাটিতে রয়েছে।আমরা ভভারতে জন্য যেটা চাঁদে করেছি, সে এটা মাটিতেই করে দেখিয়েছে। মহাকাশকে প্রচারের ক্ষেত্রে তিনি আমাদের সঙ্গে কাজ করতে চলেছেন।আমাদের সঙ্গে কাজের মাধ্যমে তিনি যুব সমাজকে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং টেকনলোজির বিষয়ে উদ্বুদ্ধ করবেন এবং ভারতকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলে ধরবেন।"