তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে, মন্দির শহর তিরুচেন্দুর থেকে চেন্নাইগামী এক্সপ্রেস ট্রেনের ৫০০জন যাত্রী তুতিকোরিনের শ্রীবৈকুন্তম রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিলেন গত দুদিন। মঙ্গলবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সহায়তায় যাদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধারের পর মঙ্গলবার রাতে ভাঞ্চি মানিয়াচ্চি রেলস্টেশন থেকে সব যাত্রী নিয়ে একটি বিশেষ ট্রেন ছেড়ে যায়। যেই ট্রেন তাদেরকে তাঁদের গন্তব্যে নামিয়ে দেবে।
ইতিমধ্যেই ক্ষিনি জেলায় গত দুদিনের বৃষ্টিতে ১০ জনের মৃত্যু হয়েছে। বিপুল সংখ্যক মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। তামিলনাড়ুর মুখ্য সচিব শিবদাস মীনা মঙ্গলবার বলেছেন যে রাজ্যের দক্ষিণ জেলাগুলিতে গত দুই দিনে ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ১০ জনের মৃত্যু হয়েছে এবং স্বাভাবিক জীবন প্রভাবিত হয়েছে।
VIDEO | A special train left from Vanchi Maniyachchi railway station carrying more than 500 passengers stranded due to waterlogging on tracks at Srivaikuntam Railway Station, on Tuesday night.#TamilNaduRains #ChennaiRains2023 pic.twitter.com/c0JvAKGkQh
— Press Trust of India (@PTI_News) December 20, 2023